Monday, 30 November 2015

১৯৪৭-পরবর্তী উদ্বাস্তু সমস্যা -সুভাষ বিশ্বাস

১৯৪৭-পরবর্তী উদ্বাস্তু সমস্যা

-সুভাষ বিশ্বাস




    


    ১৯৪৭
খ্রিস্টাব্দে দেশভাগজনিত দাঙ্গা, লুন্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগ, সা¤প্রদায়িক নির্যাতন প্রভৃতির শিকার হয়ে ভারত পাকিস্তানের যে বিপুল সংখ্যক মানুষ দেশত্যাগ করে তা বিশ্ব-ইতিহাসেরবৃহত্তম গণ-প্রচরণ হিসেবে চিহ্নিত। দেশভাগের সঙ্গে সঙ্গে প্রায় কোটি মানুষকে দেশত্যাগ করে উদ্বাস্তু বা বাস্তুহারা হতে হয়। পরবর্তীকালে আরও বহু মানুষ দেশত্যাগ করে। পায়ে হেটে, নদীপথে, গোরুর গাড়িতে বা ট্রেনে দেশত্যাগ করার সময় পথেই মারা যায় কয়েক লক্ষ মানুষ। হাজার হাজার পরিবার ভেঙে যায়। গ্রামের পর গ্রাম জনশূন্য হয়ে পড়ে। প্রায় লক্ষ নারী ধর্ষিতা হন। এর ফলে অন্তত ৫০ হাজার অবৈধ শিশু জন্মগ্রহণ করে। পূর্ব পাকিস্তানের অর্থা পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) বিপুল সংখ্যক সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ নিজেদের জীবন ধর্মরক্ষার তাগিদে এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম ¤প্রদায়ের সা¤প্রদায়িক নির্যাতনের শিকার হয়ে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যে আশ্রয় নেয়। একইভাবে পশ্চিম পাকিস্তানের বিপুল সংখ্যক সংখ্যালঘু শিখ হিন্দু ভারতের পূর্ব পাঞ্জাব অন্যান্য নিকটবর্তী রাজ্যে আশ্রয় নেয়। ভারত থেকে কিছু মুসলিম পাকিস্তানে চলে গেলেও তা ছিল ভারতে আগত উদ্বাস্তু জনসংখ্যার তুলনায় ত্চ্ছু। ভারতে উদ্বাস্তু আগমনের ঢেউ সবচেয়ে বেশি আছড়ে পড়ে পশ্চিমবঙ্গ পূর্ব পাঞ্জাবে। সদ্য স্বাধীন ভারতের পক্ষে এই বিপুল সংখ্যক উদ্বাস্তুর আর্থিক দায়ভার বহন করা খুবই কঠিন সমস্যা হিসেবে দেখা দেয়।

লেখক পরিচিতি

নাম        :           ড. সুভাষ বিশ্বাস

পরিচিতি   :         ইতিহাস বিভাগ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
মোবাইল নং            :           ৯১৫৩০২৮২২৪
ইমেল      :           subhasbiswaschak@gmail.com
 


8 comments:

  1. অক্ষর গুলো কালো রঙের হলে পড়তে সুবিধা হয় | এই রঙে চোখে সমস্যা হচ্ছে পড়তে |

    ReplyDelete
  2. আমি একজন ছাত্র ক্লাস-১০ এ পড়ি। এইটা আমার
    ইতিহাস প্রোজেক্ট করতে প্রচুর সাহায্য করেছে।
    THANK YOU SIR

    ReplyDelete
    Replies
    1. Please amio class 10 a pori jodi tomar project amake whatsapp a pthao tahole valo hoy

      Delete
    2. আমি ক্লাস 10 এর ছাত্র আমাকে এই লেখাটি প্রজেক্ট করতে সাহায্য করেছে

      Delete
  3. ভারতের উদ্বাস্তু সমস্যা বিষয়ে আলোচনা সেভাবে হয়েছে বলে মনে হল না ।

    ReplyDelete
  4. Thank you my respected sir..

    ReplyDelete
  5. এই টপিকের উপর প্রজেক্ট করার সময় এই লেখাটি আমাকে ভীষণ ভাবে সাহায্য করেছে। আমি তার জন্য কৃতজ্ঞ।

    ReplyDelete